আকাশের খেলা বডড এলোমেলো,
তবে জাদু জানে মনভুলানো।
কখনো সে আধারে ঘেরা ঘন কালো,
চমক জাগায় হেনে বিজলীর আলো।
গোধূলি বেলার রঙের ঝলকানি,
প্রভাতেও থাকে, করে হয়রানি।
এত যে রূপ সকাল, দুপুর, সাঁঝে,
তারা ভরা আকাশ নিয়ে যায় রঙিন খাঁজে।
আমি নগন্য প্রাণ, অল্প করে তাই করি বয়ান।