ঝিঁঝিঁ ডাকে ডাকে সাঁঝের কালে,
চাঁদের আলোয় উঠান ভাসে
মনের কোনে বাউল কাঁদে
উদাসি কোন সুরের ফাঁদে
অচিন সে এক অনুভবে।
যাযাবরের মতো করে
যদি আমি দেশ বিদেশে
হরেক রকম জাতি দেখে
ঘুরে বেড়াতাম বাউল বেশে
না মেলানো হিসাব যত
মীমাংসাগুলো খুঁজে পেত
সেই বুঝি গো বেশ হতো
সেই বুঝি গো বেশ হতো
মায়ার বাঁধন ছেড়ে দিয়ে
পথে পথে যোগী হয়ে
জীবনখানি কেটে যেত
সেই বুঝি গো বেশ হতো
সেই বুঝি গো বেশ হতো।
জোছনা আলোয় এমন হরেক
খেয়ালগুলি ভর করে
রবির তেজে দিনের কাজে
ভাব্নাগুলি যায় পালিয়ে
ফেরারি সেই খেয়াল গুলি
আশেপাশেই বেড়ায় ঘুরি
সুযোগ মত আবার ফিরে
বিভ্রান্তি ঘটায় জীবনটিতে।