এত রঙ,এত রঙ
সব ক্ষণিকের
তুষার শুভ্রতা
শীতের চৌদিকের
গ্ৰাস করে নিবে,
পথ ভুলাবে পথিকের,
দিশেহারা পথিক,
পথে বেগতিক
পৌনঃপুনিক,
কড়াল থাবায়
যদি ভাবায়
বন্ধু আমায়,
এসো তুমি কাল্পনিক
নিয়ে সব রঙের ঝিলিক
বন্ধু তুমি থেকো মানবিক।
রঙিন পাতা
ঝরে যাবে পথে
শেষের দিনগুলো
রয়ে যাবে স্মৃতি পটে,
আমি না থাকি
কেউ তো রবে,
সুদিনের নতুন পাতা
কচি রঙে শুরু জীবন খাতা,
তাকে বোলো মোর
রঙিন গল্পগুলো,
শেষ পরিনামের
ভয় ক্ষয়গুলো,
কয়েদ কোরো
সাহস দিয়ো।