রাত নিশুতি, আকাশে চাঁদ
মন নদীতে গড়েছি বাঁধ
স্মৃতির পাতায় ঝুলুক তালা
হারিয়ে গেছে অমূল্য মালা।
তোমার কেবল চলার শুরু
ঠিক যেন এক বাড়ন্ত তরু
তোমার মনে শতেক ঢেউ
তীরে অপেক্ষায় সুজন কেউ।
রাত নিশুতি আজ বিভূতি
ছড়িয়ে দিয়ে দেয় আহুতি
জমানো শত শত বাসনা
নিকটে আজ শেষ ঠিকানা।
রাত নিশুতি তোমার প্রিয়তি
সাজায় সিঁথি ফুল মালতি
নতুন করে গড়ে ঠিকানা
খুঁজে পাবে তুমি সুখ মোহনা।
রাত নিশুতি আজ প্রসূতি
নিভিয়ে দিবে জীবন বাতি
নতুন জীবন মরণ শুরু
অচেনা সেই নতুন মেরু,
রাত নিশুতি আজ প্রসূতি
তোমায় দিবে সুখ নিয়তি,
কত শত সুর, কত সুমধুর
বাজবে মনে, যেও বহুদূর।