মেঘের ভেলায় ভাসবো আমি জলের কণা ছুঁয়ে
স্বপ্ন এমন দেখি আমি ঘামে জীবন ধুয়ে।
রোদের কণায় সোনার জলে হবো আমি মাঝি
জলাবদ্ধ হলে এমন ভাবার মূল্য বুঝি।
ঝড়ের হাওয়া প্রবলবেগে উড়াবে স্থবিরতা
যানজটের এই আটক দিনে বাড়ে তীব্রতা।
পত্রবহুল গাছের শাখায় বাজাই বসে বাঁশি
দীর্ঘ সারির শহুরে কাজে ভাবি রাশি রাশি।
বিপ্রতীপ এই অভিযোজন,
খুঁজে নাও আজ কি প্রয়োজন
সময়ে নাও একটি ফোঁড়, অসময়ে লাগে দশটি ফোঁড়।