আজি বান ডেকেছে,
বৃষ্টি ডাকে দৃষ্টিপটে
মুক্তদানা ফোটে,
মনমাঝারে বিভোর হয়ে
বাঁশি বাজায় কেউ,
উথাল পাতাল ঢেউ।
বৃষ্টি মাদল হৃদয় নাচায়
কফির কাপের উষ্ণ মায়ায়
বৈভব মোদের জীবন জুড়ায়।
পড়েনা চোখ মোহের আড়ালে,
কাব্যিক জীবন ডেরার বাইরে
ছিন্ন, স্বল্প, উষ্ণ সকল বসনে
বৃষ্টি ফোঁটার কামান গরজে,
ওদের এরূপ সিক্ত জীবন
বৈপরীত্যে মোদের সিক্ত ভুবন।