বুকটা আমার হুহু করে
সেই রোগেতে ভুগি
বাংলা মায়ের রূপ দেখে
মন বাজায় ডুগডুগি।
মিহি দানার বৃষ্টি ঝরে
সিক্ত গায়ে দামাল ছেলে
টইটুমবুর বিলের জলে
ভাসায় যখন ডিঙ্গি
হুহু পরাণ উথলে উঠে,
হই তাদেরই সঙ্গি।
মেঘের সাথে ভেসে যেতে
আকুল পরাণ উঠে নেচে,
ইচ্ছে ঘুড়ি ঐ দিগন্তে
অস্তগামির রাঙা আলোতে
রঙিন রূপে ভাসে।
হাওয়ার গানে আন্দোলিত
সবুজ ফসল হিল্লোলিত
হুহু পরাণ উদ্বেলিত,
ভোলায় সকল গ্লানি
বিবশ প্রাণে তখন জানি
লিখব সুরের বাণী।
বাঁশ বনেতে জোনাক জ্বলে
সাথির সাথে তারি পানে
যাই ছুটে কোন সম্মোহনে
হুহু পরাণ শুধুই জানে।