সাধ জাগে একদিন
ঝিঁঝিঁ পোকা হব,
আঁধারের কালে আমি
রূপকথা কবো।
একদিন নেবো আমি
জোনাকির পিছু,
চুপচাপ থেকে তার
আলো নেবো কিছু।
শিশিরের জল হব
একদিন প্রাতে,
মেঠো পথে ঘাস হবো
শ্যামলি গাঁয়ে।
প্রতিদিন হাসি হব
কচি সোনামুখে,
শশীকণা এঁকে দেব
তার দুটি চোখে।
একফোঁটা সুখ হবো
বন্ধুর বুকে,
সাগরের নীল জলে
ডেকে যাব তাকে।
একদিন ঢেউ হব
নদীটির কূলে,
ছলাৎ ছলাৎ করে
যাবো দূরে চলে।
একদিন চিল হব
গোধূলির কালে,
ডানা মেলে যাব উড়ে
পরীদের দেশে।
একদিন যাবো চলে
না ফেরার দেশে,
বাবার বুকে আমি
ঠাঁই নেবো শেষে।