একমুঠো কুয়াশা দেবে শহুরে মোরে?
বিনময়ে দেবার মত কিছু নেই আমার,
একটি মেঠো পথের গল্প শুনতে চাই
রাজপথের রাজকীয় ইতিহাস নয়,
শোধনাগার থেকে পাওয়া জল চাচ্ছি না,
ভোরের ঘুম থেকে জেগে আড়মোড়া ভেঙে
আমার চাই কাজল কালো দীঘির এক আঁজলা জল।
গতিশীল যন্ত্র দানবের যন্ত্রণার ভেঁপু
যাক না থেমে একটা দিনের জন্য,
বাজুক জলের বুকে পাতা খসার নূপুর,
রুটিনমাফিক জীবনের করনীয় সূচী যেন কখনো শেষ হবার নয়,
নিয়মের বেড়াজালগুলো ভাঙবে কোন বাঁশির সুর,
সেই স্বপ্ন আঁকি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে,
ক্ষেপাটে এই বক্ষে।
সেই মা ডাকটা একবার কেউ ডাকবে?
যেমন করে ডাকতো আমার বাবা ও চাচা,
অপেক্ষায় বধির হয়ে যাচ্ছি শুনতে সে কন্ঠ মধুমাখা।