স্নান শেষে এলোচুলে জানালার পাশে
অলস দুপুরে মন শালিকের বেশে
উড়ে যেতে চায় অধুনা সব ছেড়ে।
সেকেলে সব আয়োজন চাই এই আমাকে ঘিরে
চাই আমি ভীষণ মনের উত্তাপ চাই আমি সেই খুশিরে।
হাতে বোনা শাড়ি চুড়ি বেলোয়ারি সবুজে ভরা উঠান
গপসপ করে কেটে যেত বেলা ঠিক যেন অঘ্রাণ।
আরাম কেদারায় নানাভাই বসে জ্ঞানের আসর দিবে
পুঁথি না পড়ে কত সহজে পড়াতো মোদের সবে
হাঁসের ছানা প্যাক প্যাক ডাকে
তার পিছনে পৌঁছে যাই নদীর বাঁকে
সাঁঝের কালে আসে ভূতের ভয়
জানি যদিও সেসব কথা সত্যি নয়
তবু কি রোমাঞ্চ ছড়ানো সময়
হোক সব কিছু সেকেলেময়।
কিচিরমিচির করা শালিক জানালার ওপাশে
সেকেলে সময় বুনে যায় সে ঘাসে ঘাসে
ছড়ানো আবেগ লেখা আছে মাঠে
তাকেই পাই আমি অলস দুপুরের পাঠে
স্নানের জলের ফোঁটা আছে এলোচুলে
সেকেলের স্মৃতির কণা চোখের কোলে
জানালার ওপাশেই আছে যেন সব সেকেলে আমার খুশি
সাধ্য নেই তবু অবুঝ মনে তারেই যাই পুষি।