আপাতত নেই কিছু বলবার
সদা ভয় ঠিকানা হারাবার,
খুঁজে ফিরি নিতি চারধার
কেউ কি ডাকে আরবার?
চোখ বুজলেই তারারা জ্বলে
যেন শত শত স্বপ্নেরা খেলে।
চোখ খুলে দেখি কৃষ্ণপক্ষ
আঁধারের রাজত্ব সমগ্ৰ কক্ষ।
আপাতত নেই কিছু বলবার
অপেক্ষায় আছি অনিবার
অবসান হবে সকল তমসার।