সন্ধ্যা চুরি করে রবির আলো,
তবু তাদের রূপ জমকালো ,
হারায় যদি দিশা আঁধার কালে
ডেকে আনে মোরে ভালোবেসে,
রোদের তীব্র স্মৃতি কোমল পরশে
বিলীন করে মোর মনোজগত থেকে।
মোর ভুবনে দুহাতে বিলায় রূপ সুধা
তাতেই বুনি মোর শৈশবের রূপকথা,
হারিয়ে যায়নি, এখনো নয় বাতুলতা।