ঘন জমাট গাঢ় মেঘ আকাশে করলো জমা
কে করলো, নেইতো জানা, অজ্ঞাতনামা,
কার আঘাতে, কোন বেদনায়, কে চাইবে ক্ষমা?
চিলেকোঠার চড়ুই থমকে আছে
আকাশের এই বিজ্ঞপ্তি প্রকাশে,
কিচিরমিচির করে তারা খুঁজছে
জমাট মেঘের মনের মাঝে এত ব্যাথা কিসে?
ছোট্ট হৃদয় তার আছে ভীষণ ভিজে।
শশব্যস্ত নগরবাসী দেখে জমাট মেঘের আকাশ,
ব্যাথার হিসাব নিকাশ আর ইতিহাস
আবেগভরা চড়ুই পাখির ভেজা মনের ভাষ
দোলা দেয় না তাদের মনের গহীন অথবা চারপাশ।
ছোট্ট চড়ুইয়ের কিচিরমিচির আগুন জ্বালায় না কোথাও
নগরবাসীর কর্ণপাত নেই, নেই মিছিল আর ঘেরাও,
নগরবাসী কেমন করে নিশ্চিন্তে ঘুমাও?
কদম ফুলের আবেশ জাগে
মেঘের আনাগোনায়,
প্রকৃতির কি চাওয়া ছিল কখনো কি ভাবায়?
কোথায় যাবে পালিয়ে তুমি, বিবেক কোথায় হায়?