তোমার মমতা যদি
মাখিয়ে হতাম নদী
ভালো না লাগা কবি
ঠিক করে নিত ছবি।
ভুলো মনের অবাধ্য ক্ষণ
বাড়ায় যত পীড়ন
মেঘ, সমুদ্র, ফুল, পাখিকে
ততই করে আবাহন,
ভালো না লাগার কাহিনী
নতুন করে করতে মোহিনী
ডাকি অবিরাম মন ঘুড়ির
জমানো শত বাণী।
যখন লাগেনা কিছুই ভালো
আবেগগুলো হয় এলোমেলো
শত চেষ্টার ফসল বুঝি ডুবলো
অশনি সুর এদিক ওদিক বাজলো,
রাতের চাঁদকে ডাকি
ডাকি ভোরের পাখি,
আধ লেখা কবিতা থাকে বাকি
শীতের থাবা অসময়ে ধরলো জাঁকি।
কেবল খুঁজি, ডুকরে কাঁদি
বিকোয় বুঝি সুখের পুঁজি
নদীর পাড়ের ভাঙন শুনি
মন যেন এক দুঃখের খনি।
চাঁদ, পাখি যতই ডাকি
সবাই দেবে মনকে ফাঁকি,
বেভুল মন ডাকো তাকে,
রহিম রহমান তোমার রবকে।