নতুন বছর সাজিয়ে দিও
নতুন করে আঙিনা
নতুন বছর ছাপিয়ে উঠুক
ভুল ভ্রান্তির সীমানা
হারিয়ে গেল যে বছরটা
কালের অতল গর্ভে
তার শিক্ষা বেঁচে থাকুক
আমার তোমার মর্মে
নতুন বছরে বেড়ে উঠুক
সত্য, নিষ্ঠা, দেশপ্রেম
মেকি ভাবাবেগ ভেঙে যেয়ে
কায়েম হোক শুদ্ধ হেম।
শান্তি আসুক, আসুক স্বস্তি
জাগুক মনে প্রেম ও ভক্তি
হানাহানি নয়, ভেদাভেদ নয়
চাইছে সবাই সবার জয়
লাল সবুজের না হোক ক্ষয়।
বিষমুক্ত আহার জুটুক সর্বজনের পাতে
নিরাপদ হোক ভ্রমণ সবার দিন কিংবা রাতে
বিশুদ্ধ বায়ু বইতে থাকুক সকল শহর নগর
ন্যায়বিচারটা মুক্তি পাবে থাকবে না আর গহর
নতুন বছর নানান ফুলের শোভায় যাবে ভরে
তোমার আমার স্বপ্ন দেখার ইচ্ছা যাবে বেড়ে ।