ব্যস্ত ভীষণ নব্য কবি
কাটতি অনেক তার
তার কবিতা ছাপাতে
চায় দুই বাংলার পাড়
লাইন ধরে সবাই থাকে
অটোগ্ৰাফটা নিতে
তার পঙতি বলে দেখো সবাই থাকে মেতে
তরুণ যুবা প্রবীণ ভক্ত
সদাই খোঁজে সুযোগ
সেলফি তোলার জন্য সহে গঞ্জনা দুর্ভোগ
নব্যকবি আবেগবশে
তুলতে গেলো সেলফি
অমনি তখন গুন্ডা ছেলে পাকিয়ে তার জুলফি
ঘুমানোর আর জায়গা পাওনা, ওরে ব্যাটা ভন্ড
পালিয়ে তখন বাঁচতে চায় হাঁফ ছেড়ে দুদন্ড।
ভাবছো সবাই কোন সে কবির গল্প আমি বলছি
আঁচ করে নাও তোমরা সবাই, ক্ষ্যান্ত এবার দিচ্ছি