জাল বিছিয়ে সবুজ পাতার
আকাশ ধরার ইচ্ছে
নীল আকাশের রঙ দিয়ে
মুছতে চাই মরচে,
চাই আরবার নতুন করে
মন আঙিনা গড়তে,
আকাশ তুমি বিশালত্বের
প্রলেপ জড়াও সমস্তে।
দখিন হাওয়া একটু ছোঁয়া
লাগাও এই অন্তরে
মন মাঝি সেই হাওয়ার টানে
নৌকা ভিড়াও বন্দরে,
ক্লান্ত আমি মাঝ সাগরে,
ঠিকানা খুঁজে পাইনারে,
ঊর্মিমালা এই প্রহরে
সঙ্গী আমায় নাও করে,
লহর তুলে স্বপ্ন ভোরে
পৌঁছে দিও কিনারে।
বেলি ফুলের সুবাস ছড়িয়ে
চাঁদের নজর কাড়তে
জীবন মালি মোর বাগেতে
চালাও তোমার কাস্তে,
ফুল ফুটিয়ে এক বসন্তে
শুক্লপক্ষের কোন দিনান্তে
চাঁদের কিরণে এই জীবনে
চাই জোয়ারে ভাসতে।
গড়তে কুটির বসত ভূমি
সবুজ গাঁয়ে খুঁজবো আমি
বাবুই পাখির নীড়
পেছনে ফেলে ভিড়
যাবো সবুজ দেশে
দীক্ষা নিয়ে অবশেষে
নতুন কোন নকশা এঁকে
গড়বো কুটির নদীর বাঁকে,
লিখবো না আর কাব্য শোকে।