নতুন আঁধার চারপাশে
গুমোট অনুভূতি বাতাসে।
হাঁটতে হাঁটতে পার করেছি
কত আঁধার নিকষ কালো,
আজি তার রূপ আরো জোড়ালো।
পার করে এসেছি যে যামিনী
তাতে রচেছি জয়ের কাহিনী
তুলেছি গড়ে কবিতার আবাস
কানন জুড়ে ফুলের সুবাস।
আজো হারবোনা নিকষ আঁধারে,
পার হবো আমি বিঘ্ন বাঁধারে,
স্রষ্টারে স্মরি দিবসযামী
শক্তি দাও হে অন্তরযামী।