আর কোনদিন এলো না ফিরে সেই যে চলে গেলে
জমানো ছিল অনেক কথা মনের ঝিনুক খোলে,
সেই যে এনে দিয়েছিলে হিজল ফুলের তোড়া
মেলা থেকে এনেছিলে রাজসিক এক ঘোড়া
সেসব কিছুই তোমার মত হারিয়ে গেছে কবেই
মন আঙিনা ছাড়েনি তারা খুঁজলে তুমি পাবেই,
হাতটা ধরে চিনিয়েছিলে কোন ফুলের কি নাম
সেসব স্মৃতি ভুলে গিয়ে গড়লে কোথায় ধাম?
শীত, গ্রীষ্ম, বর্ষা ফিরে সকল স্মৃতি নিয়ে
দুখের নাও একলা হাতে যাচ্ছি আমি বেয়ে,
মনে পড়ে না আমার স্মৃতি একলা অবসরে?
ঘন মেঘেরা ডাকে যখন গুরু গর্জন করে,
পালিয়ে তুমি কোথায় গেলে আর পেলাম না খোঁজ
তোমায় আমি ভুলে যাইনি, খুঁজি হরেক রোজ।
একদিন কি আসবে তুমি আমার দেখা পেতে,
সেদিন আমি লুকিয়ে রবো, পাবে না আমায় ছুঁতে,
আকাশ, বাতাস, ফুল পাখিদের শিখিয়ে আমি দেবো
কাঠগড়াতে বসিয়ে তোমায় নালিশ দেবে শত।