বাগিচাতে বুলবুল
নজরুলে মশগুল,
ঈদ এলে গানে তালে,
নজরুলে প্রাণ দোলে,
বিদ্রোহ, বিপ্লব কিংবা সংগ্ৰাম,
নজরুলে উদ্দাম,
মুক্ত বিহঙ্গ, বদ্ধ ফাটক
গল্প, কবিতা, কত শত নাটক
দুঃখ, ব্যাথায় রচিত উপন্যাস,
নজরুলের জাদুকরী বিন্যাস।
দারিদ্র্য হেরেছে নজরুলের বাণীতে,
প্রেমের ভাষাতে জুড়ি তার কে আছে?
গভীর আবেগে, শ্রদ্ধা মিশিয়ে,
স্মরি জাতীয় কবিকে।