আমার একটা সবুজ পৃথিবী আছে
বড় মনোরম তার পরিবেশ
বন্ধু তুমি যদি আস সেথায়
ছড়াব মধু আবেশ।
যান্ত্রিকতার লেশ, পাবেনা সেথা
নেইতো কোন ক্লেশ।
হয়তো পাবে না জৌলুস আভা
বসবে বিছিয়ে মেঘ গালিচা,
প্রশ্ন করো মেঘ পেলে কোথা?
সেতো মোর মনে ঘোরে হামেশা,
কিনার ঘেঁষে, বইছে যেথা
স্ফটিক স্বচ্ছ তরঙ্গমালা,
জানতে চাও তার উৎস কোথা?
সেতো আমার বাবার বিদায় বেলার অশ্রুধারা।
আচ্ছা চল অন্য প্রান্তে
মিষ্টি দুষ্টু মেয়ের কাছে,
জাদু আছে তার মন বীনায়
অনুক্ষণ সে সুর সাধে তায়,
মাধুর্য তার বয়ানে আমি
শব্দ ভাণ্ডার খুঁজিয়া মরি।
সলাজ হাসিয়া হাতটি ধরিয়া,
প্রীতমের সাথে দেব মিলাইয়া
হাসিমুখ তার দেখিলে বুঝিবে
মোর মনে এত প্রেম আসে কোথা হতে।
পরিশেষে কহি অনুনয় করি
প্রার্থনাতে স্থানটি যাচি।