কত কি যে চাঁদকে বলার ছিল
সঞ্চিত ভাষা খুব অগোছালো,
শাখাপল্লব তুমি হিল্লোল তুলো
কাব্যরূপে সঞ্চয় করো অমূল্য।
কত কি যে বলার ছিল
শান্ত দিঘিটিরে
ফুরসত নেই জীবনের
এই মধ্য প্রহরে
ঝরা পাতা লিখো দিঘির জলে
অনুভবে আমায় গ্ৰহণ করে।
অনেক বায়না ছিল আমার
বাবা তোমার কাছে,
আইসক্রিম আর হাওয়াই মিঠাই
বায়না করা গেছে আমার ঘুচে,
দুলিয়ে কায়া তোমার মায়ায়
ফুল কুড়াতাম গাছে,
স্মৃতিগুলো আজও যায়নি আমার মুছে
চোখের জলগুলো স্বপনে যাচ্ছে মিশে।
অনেক কষ্ট জমেছিল বিগত শীতের কালে
বসুমতিকে বলার ছিল সে সব হৃদয় খুলে,
কষ্ট সকল ফুল বানিয়ে দিবে আমার গলে?
বসুমতি কি আমার কথা শুনলে এই পলে?