আমার মায়ের কথা ও ভাই
বলবো তোমায় কিযে
বলতে গেলে আমার দুচোখ
আবেগে যায় ভিজে,
অনেক পূন্যে জন্মেছিলাম
এই মায়েরই কোলে,
বাংলা মায়ের সকল সুধা
পাবে তারই বোলে
জ্ঞানের প্রভা, উজ্জ্বলছটা
চতুর্দিকে চমকে,
সেই দ্যূতিতে দিশারী পেয়ে
ছুঁয়েছি সাফল্য কে।
ঈমান শিক্ষা, মানবতার দীক্ষায়
করেছে উচ্চাসিন
সর্বাবস্থায় সেই প্রচেষ্টায়
ছিলেন কার্পন্য হীন।
কঠোর সাধনা, অদম্য বাসনা
মিশেছে তার কাজে
এখন সেসব ভাবনা আমার
মনোবীনায় বাজে,
এত সকল  দায় দায়িত্ব
পালন করেছেন তিনি
হাল ছাড়েননি,
বেয়ে গেছেন তাহার ছোট ডিঙ্গি,
সকল ঝড় ঝঞ্ঝার রাতে
মাথা রেখেছেন উঁচু
দিগন্ত বিস্তৃত হাসিখানি
সাজায় তাকে বহু‌।
বয়স আমার কম হয়নি
তবুও আমি শিশু
মা যে আমায় এখনো ডাকে
সোনা মানিক যাদু
অকৃত্রিম মায়া মমতায়
বাড়িয়ে দেন বাহু
সারাজীবন মায়ের ছোঁয়া
চাই যে আমি শুধু।
ঋণ শোধেরই চেষ্টা যদি
করি অন্তহীন
শোধ হবেনা, তবুও মনা
আমি ক্ষান্তহীন
মায়ের মত হবো আমি
শুধবো তারি ঋণ।