বন্ধু আমার হারিয়ে গেছে, রেখে গেছে চিহ্ন
জগত মোদের ভিন্ন হলেও, বাঁধন নয়তো ছিন্ন।

অনেক দিনের অনেক সুখের
স্মৃতি যাইনি ভুলে,
ধূসর চুলে আছি সেজে রঙিন সুখের ফুলে,
চলতি পথে মনে পড়ে বন্ধু তোমার স্মৃতি
বলা হয় না সেসব কথার নীরব শোকগীতি।

থাকার থেকে না থাকাটাই এখন অনেক প্রকট
বন্ধু তোমায় ভেবে  মনের ওজন হলো বিকট,
সহনীয়তার মাত্রা ছেড়ে বাড়ছে প্রতিদিন,
চিহ্ন তোমার আমার মনে আষাঢ় মাসের বীন‌।