যখন আমি ছোট্ট ছানা,
বুঝতাম না কোন কিছু
মাকে কিন্তু ঠিক চিনেছি,
ছাড়তাম না তার পিছু।
রোগে ভুগে জীবন প্রদীপ
যখন নিভু নিভু
ক্লান্তিহীন সেবা মায়ের
যমকে হটিয়েছে পিছু।
বিপদ আপদ ক্রান্তিকালে,
মা থেকেছেন ঋজু
প্রার্থনা তে মগ্ন মা,
সদাই ডেকেছন প্রভু।
সকল প্রাপ্তি, সকল অর্জনে
খুশি হয়েছেন বহু
বিফল হলেও মা কখনো
ছাড়েনি আমায় কভু।
মা তোমাকে ভালোবাসি
বলিনি কোনদিন
তবু তোমার ভালোবাসা
নিত্য অমলিন।