কত কবিতায় ছুঁয়েছি তোমায়
সর্বদা ভাসো রূপের গরিমায়
শশী তোমার জোছনা আলোকে
নিকষ আঁধার নিখোঁজ জোয়ারে।
চিরল পাতার নকশি বোনা
নদীর জলে তোমার সোনা
কবির প্রাণে জোয়ার আনা
পার্থিব ভবে অপার্থিব লীলা।
খেয়াল আসে মন জুড়ে
এই প্লাবনে হৃদয় খুঁড়ে
হিংসা, জিঘাংসা, অশুভ সত্ত্বা
বিলীন করে জাগিয়ে মানবতা
চিরদিন থাকুক জোছনা সভা।