ছুটন্ত এই জীবনে স্মৃতির ঝিল
কখনো সুখের , লাল নীল বর্ণিল
শিশু কালের মুখ, হাসি অনাবিল
যেন সবুজ গাঁয়ে শাপলার বিল
ঝলমলে রোদে ডানা মেলা চিল।
কখনো সেখানে ভয়াল কেউ,
আগ্রাসী লোভি, যেন ক্রুর ফেউ
ডানা মেলা পাখির পথ করে রোধ
আঁধারে ঢাকে ঝলমলে রোদ
প্রবল ঝড়ে ভাঙ্গে সুখ প্রবোধ।
ভাঙ্গা সে মনেও একদিন জাগে
প্রভাত রবি আকীর্ণ রাগে,
উজল হেসে বিধুর বেশে
সুখ ধরা দেয় এলোকেশে
রাতকে সাজায় স্বপ্ন রেশে।