অকারণ অভিমানে
একদিন যাব চলে,
বাদলের ধারা ছুঁয়ে
বলছি তোমায়,
আলোকিত ভুবনে
সবুজ প্রাঙ্গণে,
তোমাকে এক কাপ
কফি দিয়ে, টুপ করে
ডুবে যাব জলের আবাহনে।
অকারণে অবুঝ হবো
মেঘেদের মতো,
ক্ষুদে বার্তায় লিখব দুএক পঙতি
সাথে জুড়ে দিব ঝিঁঝিঁদের গীতি,
এরপর ভেসে যাবো তোমার
নাগালের বাইরের পাহাড়।
অকারণে খামখেয়ালি হবো
সমীরণের মত,
কখনো মৃদু, কখনো হিল্লোলিত
ছন্দে দোলা দিব প্রাণে,
এরপর দমকা বেগে ছুটে যাবো
সীমান্ত পাড়ি দিয়ে অজানা গন্তব্যে।