হারিয়ে যাবো দূর দিগন্তে
খুঁজে পাবে না এই সীমান্তে,
ডুব দিব ঐ অতল জলে
সাবমেরিনের নেই নাগালে,
উড়াল দিব  অন্তরীক্ষে
আলোকবর্ষ দূরের অক্ষে,
খুঁজবে আমায় অলস দিনে?
পড়বে মনে জোছনা বানে?
আকাশ নীলে শরত কালে
খুঁজবে আমায় কাশফুলে?
বাদল দিনে টিনের চালে
বৃষ্টি যখন পড়বে তালে
ডাকবে আমায় ছোট্ট নামে?
অভিমানে একলা বসে
যতই বুনি কথা মনে,
মূল্য দিবে প্রিয়জনে?
ক্ষণিক কালে অবহেলেও
নয়ন বারী ঝরাবে কেউ?
তবু বলি অবুঝ আমি
ভালোবাসি বারোমাসই।