স্বপ্ন হয়ে আসো তুমি আধো ঘুমের ঘোরে
রবির কিরণ হয়ে আসো মিষ্টি শীতের ভোরে
সর্ষে ফুলের রেণু হয়ে আমায় দিলে ছুঁয়ে
শিশির কণার গয়না গড়ে দিলে আমার গায়ে
ঘাস ফুলের নূপুর যখন সাজে আমার পায়ে
তোমার প্রেমের ধ্বনি তখন বাজে মধুর লয়ে
দুপুর বেলায় অলস ঘুঘু একটানা গান গায়
তোমার হাতটা ছুঁয়ে দিতে আমার মনে চায়
হাতটা ছুঁয়ে কবিতা পাঠের প্রহরে আমি মজি
জীয়ন কাঠির ছুটি দিয়ে তোমায় নিলাম খুঁজি।
মেঘ, জোছনা,  জোনাক পোকা, তারা ভরা আকাশ
ওদের নিয়েই গড়ি আমার প্রেমের অবকাশ,
নদীর তীরে কাশফুলেরা যখন সাজায় ধরা
তখন আমার বাসর হবে, সাক্ষী রবে তারা,
ছুটবো মোরা দেশ বিদেশে ময়ূরকণ্ঠী নায়ে
কল্পনাকে ছুঁয়ে দেবো তোমায় পাশে পেয়ে।
তোমার আমার প্রেমের গল্প লিখি জলের ফোঁটায়
সাগর জলের ঢেউ বলে তা মিষ্টি মধুর কথায়।