চলছে এখন হাড় কাঁপানো পৌষ মাসের শীত
গড়তে চায় সে বিবর্ণতার শক্ত একটা ভিত
এই সময়ে মনে বন্ধু জমালে এত মধু
রঙিন সাজে সাজলো দেখো তোমার প্রিয় বধূ।
মধু ঋতুর মধু এলো ভরা শীতের কালে
মনের ভেতর প্রেম বাদলে ভিজিয়ে দিয়ে গেলে।
তোমার এমন জাদুর খেলা মাতিয়ে আমায় রাখে
ভালোবাসার লাল গোলাপ ফোটাও মনের বাগে।
রোদের রেখা আটকে গেছে কুয়াশা ঘেরা দিন
এই সময়ে ঠান্ডা হাওয়ায় হলাম পরাধীন
ঘরের বাহির হওয়া যখন জমিয়ে আমায় দিচ্ছে
বন্ধু তোমার ভালোবাসা রৌদ্র হয়ে মিশছে,
শীতের বুড়ি পারবে কেন তোমার কাছে বন্ধু
অবিরত মনে আনো মধু ভরা এক সিন্ধু,
সেই মধুতে গড়তে থাকি আমার সুখের ভুবন
দিন রাতে সকল সময় করতে থাকি কূজন।
কাঁপুনি দেয়া শীতের দিনের একচিলতে রোদ
ঠিক যেন ঐ মুখের হাসি, এমন একটা বোধ
ধোঁয়া উঠানো চায়ের মত তোমার দেয়া সুখ
বন্ধু তোমায় ভালোবাসি, ভালোবাসি ঐ মুখ।
শীতের রাতে নরম ওমে চোখে জড়াও ঘুম
সকাল বেলার রসের পিঠা খাওয়ার লাগে ধুম
মিষ্টি রসের পিঠার থেকেও বন্ধু তুমি মিষ্টি
বিবর্ণ শীত রাঙিয়ে দেয় বন্ধু তোমার দৃষ্টি।