এক চিলতে পেয়েছিলাম সোনার অবসর
সেই সময়ে বানিয়েছিলাম মনের মত ঘর
সবাই সেথা সবার আপন নয়তো কেউ পর
এক ফালি রোদ ছড়িয়ে দিও সারাজীবন ভর।
একটা উতল ঢেউ ছুঁয়েছে আমায় সাগর তীরে
একটা মন আমার হলো একটু ধীরে ধীরে
সকল সময় পাশেই থাকে শত লোকের ভিড়ে
ঝড় ঝাপটা সামাল দিয়ে রাখে সুখের নীড়ে।
এক বোশেখে অনিমিখে ঝড়ো হাওয়ায় ছুঁলে
দরদ ভরা দরাজ গলায় গেলে কিছু বলে
মোমের মত হৃদয় আমার প্রেমানলে গলে
শান্ত করে আমার এ মন তোমার চোখের নীলে।
এক পড়ন্ত সাঁঝে ছিলে মেঠো পথের পথিক
ঝাঁকড়া চুলে অরুণিমা ছড়ায় দিগ্বিদিক
হারিয়ে গেলে মনটা আমার, হবে কি তা বেঠিক?
হারানো সেই মন চিনেছে মনের মত প্রেমিক।