তুমি কি দিবে সাড়া, সবুজ বনে
হারিয়ে যাওয়ার ইচ্ছা যদি জাগে?
সবুজ টিলায়, পাতার ছায়ে,
বুনো ফুলে, রাগে অনুরাগে।
ইচ্ছে ঘুড়ি উড়াই যদি শরৎ মেঘের দেশে,
স্বপ্ন আবীর ছড়িয়ে দিবে রঙিন কোন সুখে?
স্বচ্ছ জলের দীঘি যদি বারণ করে আমায়,
কোন দূরে যাও?
আমার পাড়ে একটু জিরিয়ে নাও,
স্বচ্ছ জলে খেলতে পার মধুর জলকেলি,
শাপলা মালা গলায় পড়ে নাচবে হেলেদুলি,
জলকেলির দুপুর শেষে আবার যদি ছুটি,
বনের মাঝে বুনো ফুলের অবাক খুশি লুটি।
সাঁঝের বেলায় আঁধার নামে আঁকাবাঁকা পথে,
ঝিঁঝিঁ ডাকে বনের পথে, অজানা সুখ ডাকে।