যা হারিয়ে গেল আর না ফিরে
তার তরে কেন কাঁদো জনম ভরে
যা কিছু ডাকে সমুখ পানে
তাকে আগলে ধর প্রাণপণে।

যে বসত ভেঙেছে ঢেউয়ে অতল গভীরে
সে মাটির খোঁজে মন কেন হাহাকার করে।
আশা হয়ে জেগে উঠে যে নতুন চর
তাতেই গড়ে তোল নব স্বপ্ন ঘর‌।

ঝরে পরা তারা দেখে কেন তুমি কাঁদো
তার সাথে মনে মনে কেন তুমি ঝরো
এতবড় আকাশে কতশত তারা
নতুন আলোর পথে হও মাতোয়ারা।

শৈশব, তারুণ্য গ্ৰাস করে সময়
কোথায় হারিয়ে গেল সুখ মধুময়?
খুঁজে তারে মিছেমিছি হয়রান হও
যেতে হবে ঐপারে প্রস্তুতি নাও।