সময় যখন কাটছে না আর
ফুল পাখিদের খুঁজি
ওদের সাথেই গল্প করে জমাই মনে পুঁজি।
কোলাহলের এই পৃথিবীর কত দীর্ঘশ্বাস
সুখ খুঁজতে একটুখানি চাই যে ফুলের বাস।
কোমল অরূপ রূপের গাথা কত শত আবেগ
ওরা সবাই রৌদ্র ছায়ায় সরায় মনের মেঘ।
নতুন নতুন গল্প তাদের নতুন কুঁড়ি ঘিরে
নতুন নতুন স্বপ্ন চারা জাগে মাটির পরে।
রবি, শশী, বাদল কণা
মলয় বাতাস, ফড়িং ডানা
খেলায় রোজই মাতে
প্রতিদিন তাই মধু জাগে দুপুর, রাত্রি প্রাতে।
প্রতিদিন তাই কাব্য জাগে ওদের কাহন শুনে
নব নব ছন্দ গাঁথি বাংলা ভাষা বুনে।
এই পৃথিবীর হিংসা কাহন
পাঠিয়ে দেই দূরে
হরেক দিনই আসি আমি স্বর্গ থেকে ঘুরে।