মরীচিকার পিছনে ছুটে
মিথ্যা মোহের অলীক তটে
করেছি জীবনের অপচয়
খুঁজি নি প্রভুর পরিচয়।
খেলা যখন শেষের বেলায়
বোধন আমার এল হিয়ায়
না যেন তারে ভুলি হেলায়।
ক্ষুদ্র জীবন সাজিয়ে দিল
জীবন আঙিনা রঙিন হোল,
আহা কি সুখ, আহা প্রশান্তি
শত ঝামেলায় পাই যে স্বস্তি,
জীবন তটের এই বিস্তৃতি
সবুজ থাকুক সকল বেলায়
সকল সীমা পরিসীমায়।