গদ্যময় জীবন থেকে কবিতার ছুটি
সেই ছুটি আর ফুরাবার নয় বুঝি
দিনে রাতে চলছে জীবন শুধুই যুঝি
অনাগত ভবিষ্যতের আলো খুঁজি,
খরচ এবার হবেই ছিল যত পুঁজি।
কবিতা তুমি পেয়েছো ছুটি
আমার হেথায় শূন্য মুঠি
চাতক সেজে তোমায় ডাকি
মুঠি ভরেনা, কেবল ফাঁকি।
শ্বাস প্রশ্বাস বিষের হাওয়ায়
কবিতার কবি হারালো কোথায়?
চাঁদ আকাশে দেয় যে উঁকি
ফিনিক জোছনার আঁকিবুঁকি
বেতার তরঙ্গে আর ডাকেনা
মনের গলিতে সুখ ছড়ায়না।
কবিতা তোমার ছুটির হোলো দীর্ঘদিন
গদ্যজীবন করছে দাবি শুধতে হবে ঋণ,
পূর্ণিমা চাঁদের আলোয় ভাসুক সব নবীন
রুটি নয় কদমের মত হোক চাঁদের জমিন।