বর্ণমালা এলোমেলো
লুকোচুরির খেলায় মাতিলো
গুচ্ছ গুচ্ছ শব্দরাজি
করে কেবল কারসাজি
সন্নিবেশে হয়না রাজি।
হতে চাইলে প্রতিবাদী
গম্ভীর ভাষা হয় বিবাগি,
কিম্বা ধরো সবুজ মায়ায়
মনটা আমার যদি হারায়
আবেগ নিয়ে হাতটা বাড়ায়
অনুপম কিছু লিখার আশায়
মুচকি হেসে শব্দ পালায়।
মেয়ের মুখে মাডাক শুনে
উথলে উঠে মন পবনে
আনন্দ অশ্রু ঝরে নয়নে,
বারেক যদি শব্দ চয়নে
মনোনিবেশ করি ত্বরনে
শব্দ পালায় অকারণে।
এক ই পথের সহযাত্রী
সাথী সেযে দিবস রাত্রি
গভীর কোনো আবেগি ক্ষণে
মোহাবিষ্ট আমরা দুজনে
শব্দ ছন্দ খুঁজি গগনে,
তারায় তারায় জোছনা প্লাবনে
শত খুঁজিলেও নাগাল পাইনে।