কতবার যে হারিয়ে যেত চাইলাম
কখনো রূপের আবেশে
কখনো ভালোবাসার ত্বরনে
কখনো গভীর বিষাদে,
হারিয়ে যেতে পারি নাই কোন আবাহনেই,
বাস্তবে পরাভূত সকল আবেগ,
চারপাশে কংক্রিটের কয়েদ।
পাখির কাকলি ডাকে
সবুজ পাতারা নাচে
হাওয়ায় ঝিরিঝিরি কাঁপে,
রবির অরুণিমায় মেঘ সাজে,
কতবার যে ওরা বার্তা দিয়েছে
এসো আমাদের মাঝে,
প্রস্তুত আমি, তবু পারি নাই জুটতে,
কংক্রিট কয়েদ পারি নাই ভাঙতে।
লাল শাড়ি, লাল কৃষ্ণচূড়া,
লাল গোলাপ, লাল নয়নতারা,
চুড়ি, টিকলি, লালচে সাজ
কতবার ডেকেছে, কাল, আজ,
পেরুতে পারি নাই লাল কয়েদ, ভীতিকর অধিরাজ।