অনুভবে অনুরণ,মনের মেলায় বন্ধু তোমায় নিমন্ত্রণ
বাদল ধারায়, পদ্মফুলে লিখে দিলাম দিন ও ক্ষণ
সাথে এনো বাদল দিনের এক গুচ্ছ কদম ফুল
এত দিনের জমানো কথার চিঠি আনতে কোরোনা ভুল।
হুড ফেলা রিকশায় ঘুরবো দুজ়ন নদীর পাড়ে
এলো হাওয়ায় উড়বে আঁচল তোমায় ছুঁয়ে।
ছোট কথা, দুঃখ ব্যথা কইবো তোমায় উজ়ার করে
সকল ব্যথা মুক্তো হয়ে চোখের জলে পড়বে ঝরে
দাম দিয়ে কি যাবে কেনা এমন সকল মুহূর্তকে?
আবার কবে আসবে তুমি? শরত কালে? মেঘে ভেসে?
সেদিন এনো শিউলি মালা মুঠো পুরে।
শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা
বাবার চোখে যেমন ছিলাম আমি ছোট বেলা
তোমায় সেদিন বাবার কথা বলবো আকুল হয়ে
বাবার ব্যথা আমায় কাঁদায় আজো আঝোর ভাবে
হয়তো সেদিন মনের ব্যথা, পালক সম হালকা হবে
ঝিরিঝিরি বাদল হয়ে পরবে ঝরে ঘাসের বুকে।
আবার তুমি এসো দখিন হাওয়ায়, রক্ত বরণ গোলাপ হাতে
নীল খামের চিঠি খানা বুক পকেটে গুঁজে রেখে
আসবে তো? বসন্তের রঙ আমায় মাখাবে তো?