অনেক দূরের পানে দৃষ্টি মেলে হারাও অনন্তে
তেপান্তরের মাঠ পেরিয়ে রূপকথার প্রান্তে,
অনেক কিছু জানতে চেয়ে লিখছো চিঠি
উদাস মনের ছায়া তোমার নীল দিঠি।
বটের শাখার মত ছড়িয়ে দীর্ঘশ্বাস
মনের মধ্যে চেপে রাখো কিসের জলোচ্ছ্বাস?
মনে মনে চাইছো তুমি মেঘের সমর্পণ
মেঘের কথায় ঝরুক আজি মুখর বরিষণ।
আঁধার কালো চুলে মেশে
অচিন দুঃখের আঁধার
রাতের আঁধার দিনের কালে এমন চারধার।
হাসি ভুলেছে উদাস মেয়ে কোন গ্ৰহণের কারন
কোন ছায়াতে এমন আঁধার বলা কি তা বারণ?
ছাই রঙা মেঘ আসুক উড়ে মেয়ে তোমার কাছে,
অসুখ তোমার নিক উড়িয়ে চেয়ো না আর পিছে।