টলটলে খুব চুপ করে ডুব
দিব টুপটুপ যাবো ঠিক পুব,
কচুরির ফুল শাপলার দুল
গোধূলির ধূল ছোবে ভেজা চুল,
উড়ে যাবে চিল পার হবে বিল
কপোলের তিল কালো থেকে নীল।

ঝিরিঝিরি হাওয়া,জলে চলে খেয়া
দূরে ডাকে দেয়া, ঐ ফোটে কেয়া
মন দেয়া নেয়া, সুর তুলে গাওয়া
চোখে চোখে চাওয়া, সব হয় পাওয়া,
এমন সময় মেঘের তনয় বাড়িয়ে দিল প্রণয়
বাদল বলয়, হাওয়া মলয় মনে ডাকে প্রলয়।

আকাশ তলে বিলের জলে বৃষ্টি ফোঁটায় সুর মেলে
তোমার কোলে বন্ধু দোলে মনের স্বপন দ্বার খুলে,
সুখগুলো সব করে কলরব পোড়ায় দুখের শব
নিরব আকাশ সরব হল বাজিয়ে রাগ ভৈরব
বিলের জলে আজ অতলে ডুবলে সখা তুমি
শ্রাবণ কালে আজ জাগালে প্রেমের মৌসুমী।