একাকী বিজনে ভাবি ক্ষণকালের জন্য সবকিছু কেন থামেনা?
আমার বাবার বিরহে কেন সবাই কাঁদো না?
দেখুনতো কি ছেলেমানুষী ভাবনা?
এতো পৃথিবীর নিয়ম একদিন সবাই যাবে, তাই না?
এত লেখাপড়া শিখে, এত পরিপক্ক বয়সে এসব আমায় সাজে না, তাই না বোন ও ভাই।
ভাবছেন কেন এসব ভেবে যাই?
ধ্যাৎ, তবুও কেন যে ভাবি বাবা আসবে, বলবে কোভিড পজিটিভ কিছুই মানিনা, আয় মা বুকে আয়।