যে সূর্য আজ ডুবলো পশ্চিমের পাটে
ডেকে আনলো আঁধারে ঘেরা রাতে
তুমিহীন এক মরুসম দুঃসহ দহন
যেন এক একাকী ঘরের বদ্ধ পবন
ঘিরিল আমায়, নেই কোন উপায়,
ছটফট মন, সইতে না পারি পীড়ন
শক্তি হারাই সমুখে চলার
দয়াময় মোর এ পারাবার
বড় ঝঞ্ঝার, পথ হারাবার
শঙ্কা জাগে মনে বারবার।
খোদা বুঝি মুচকি হেসে,
বলে ভ্গ্ন বিপন্ন দাসে,
এতদিন তবে কিসের গরবে
ফাঁকা জ্ঞানের বুলি বলতে,
এখন তোমাকে পরখের সময়
আওড়ানো বুলির কত সঞ্চয়
জমেছে তোমার? কোরো না কো ভয়।