ছুটির আমেজ হাওয়ায় মিশে,
গহিন মনে বাঁশি বাজায়
নীল আকাশে মেঘের ভেলায়
ভেসে চলে যাই দূর সীমানায়
সাতটি রঙের রঙধনুটা
ভূষণ আমার রঙিয়ে তুলে
অস্ত রবির কিরণছটা,
রাঙ্গা আবীর ছড়ায় মুখে
ধরায় যেন নেই বেদনা,
সুখের ধারা বহে নিরালা
অতিমারীর ভয়াল থাবা
যেন আমি ভুলেছি সেথা
মেঘের ভেলা, মেঘের ভেলা,
একি শুধুই কল্পকথা?
ক্ষণিক কালে ভেসে ভেসে
চলে এসো মোর কুটিরটিতে
ভাসিয়ে নিয়ে যাও আমাকে
সেই সুদূরের কল্পদেশে।