যদি পারো পাখির মতো উড়তে
মেঘগুলো সব হাত বাড়িয়ে ধরতে
আমায় তুমি শিখিয়ো ভালোবাসতে
তোমার সাথেই চাই যে আমি বাঁচতে।
যদি পারো এক সবুজ ভুবন গড়তে
ফুলের মনের গহীন কথা পড়তে
আমায় তুমি গড়িয়ে দিয়ো মর্ত্যে
ফুলের রাজ্য আর সাহিত্য মন্ত্রে।
যদি কখনো চাঁদনী রাতের কালে
নদীর বুকে হাওয়া লাগিয়ে পালে
চাঁদনী রাতের সুরটি লাগে গানে
সেই সুরেতে আমায় যেও ডেকে।
যদি কখনো হরিণ চোখের মায়া
যদি কখনো প্রভাত সুখের ছায়া
মানসপটে হৃদ আবীরে আঁকে তব হিয়া
আমায় তুমি আঁকতে শিখিও প্রিয়া।
যদি আযানের ধ্বনি বাজে তব মর্মে
যদি তেলাওয়াত ঝলকে সব কর্মে
তব সঙ্গ মূল্য আমৃত্যু থাকুক বর্মে
তব জ্ঞানসুধা ঝরুক সর্বদা হৃদযন্ত্রে।