হারিয়ে গেলে কি খুঁজবে আমায়?
এই বিজ্ঞপ্তি কি তোমায় ভাবায়?
বড় আর হতে পারলাম কই,
ছেলেমানুষী ভাবনায় ডুবে রই।
প্রশ্রয় দিয়োনা, আমি বেপরোয়া
ভূষণ আমার ছিল যত জড়োয়া,
হারায়েছি কিছু, কিছু দিয়েছি ফিরিয়ে
তবুও কি খুঁজবে আমায় লন্ঠন জ্বালিয়ে?