নই আমি কবি
জীবনের ছবি
কথা দিয়ে গাঁথি,
দুঃখ ও সুখের
সুর ও অসুরের
সব আদ্যোপান্ত
সকল বৃত্তান্ত
থাকে অনুচ্চারিত
মোড়কে লুকায়িত,
হৃদয় সেচে অবিরত
এলোপাথাড়ি কথা যত
বুনে বুনে আনমনে
অবকাশে এককোনে
ডেকে যাই  কবি ভাবে
নাগাল কভু পাই না যে।