আমি নারী, পরিচয় বহুমুখী
প্রেম, মায়া, মমতায় মাখামাখি,
ভয় নেই , ক্ষয় নেই, গড়ি দৃঢ় ভিত্তি
পার হয়ে যাবো জেনো সকল বিপত্তি।
আগ্নেয়গিরির মত ফুঁসে  আমি উঠি,
আঁধারের কালো রূপ দেব আমি টুঁটি।
ভয়কে জয় করে সম্মুখে ছুটি
জীবনের স্বাদ আমি দুই হাতে লুটি।