সবিনয়ে বলছি হৃদয়ের গহীন হতে
ভালোবাসা ছাড়া নেই কিছু গেহতে।
তোমাদের মাঝে হতে চাই বিলীন
ভালোবাসা দিয়েই শুধিতে চাই ঋণ
আঁধারে যখন ঢাকে মোর নিলীমা
নিঝুম রাতে হয় অশরীরীর সীমা
আলো আসে তখন শুভ্র ফুলের
জ্যোতিতে
তোমার আঙিনার বিস্তর প্রান্ত হতে।
ভঙ্গুর আহত হৃদয়, ভুলে ছিল ঘর দুয়ার
তোমার মাঝে শান্তির বার্তা পাঠালো পরোয়ারদিগার।
অদৃশ্য মাঝি ধরলো হাল বাইলো বৈঠা
জুড়ে গেল ভঙ্গুর হৃদয় পেয়ে স্বর্গীয় আঠা
রূপেতে অনন্য হলো অন্তরের চিলেকোঠা।